Drubo Chowdhury

চৌধুরী পাড়া,

------Oooo
-------(----)
--------)--/
--------(_/
oooO
(---)
-\--(
--\_)
আমি পথিক, যার কোন পথ নেই।

"বয়স আমার মুখের রেখায় শেখায় আজব ত্রিকোনমিতি...
কমতে থাকা চুলের ফাকেঁ মাঝবয়সের সংস্কৃতি.....
হাঁটুতে আজ টান লেগেছে, টান লেগেছে গাটেঁ গাটেঁ.......
মধ্যবৃদ্ধ শরীরে আজ সময় শুধু ফন্দি আটেঁ..........."
....................

"সময়ের সিথানে স্বপ্ন নিয়ে প্রতিনিয়ত ঘুমিয়ে থাকি কিংবা দুঃস্বপ্ন নিয়ে জেগে উঠি। একটা সময় ছিল আমার তখন ফড়িং জীবন ছিল। এখন তা বাক্স বন্দী অতীত। ফড়িং এর রঙিন পাখা গুলো এখন বিবর্ণ। কথা গুলো অর্থহীন প্রলাপ ... আচ্ছা প্রলাপ তো অর্থহীন ই হয়, তাই না? কিন্তু আমার যে আর কিছুই নেই... কিছু কল্পনা মেঘের কাছে জমা রেখে ছিলাম... একদিন মেঘ আমাকে কিছু না বলেই উড়ে গেল...আকাশের শেষ প্রান্তে... আমি দিগন্তের পর দিগন্ত ছুটে গেছি... আমার কল্পনার খোঁজে ... না পাইনি... ও তখন বৃষ্টি হয়ে..পাহাড়ের সাথে সন্ধি করে.. সমুদ্রের হয়ে গেছে... আমার তখন আর কিছুই নেই... হয়ত কিছু থাকতে নেই... আমি অন্যের আশ্রয়ে বেঁচে আছি এখন... অন্যের রঙে বিবর্ণ ছবি দেখি... এই নিয়ে আমার এই সাজানো বাড়ী..."

  • Work
    • ধান্দা
  • Education
    • MBA