Al Rashed

বর্তমানে Freelancer হিসেবে কাজ করছি। নিজেকে Film Editor হিসেবে পরিচয় দিতে অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি । চিন্তা ও কর্মে আমি সর্বদাই স্বাধীনতা প্রিয়। ভবিষ্যতে আমাদের দেশীয় চলচ্চিত্র নিয়ে বড় কিছু করার আপ্রাণ প্রচেষ্টা থাকবেই।

প্রযুক্তি নিয়ে কাজ করার ঝোঁক আমার সেই ছোটবেলা থেকেই। আমি বাস্তববাদী ও কর্মমুখী। নিয়তি আমাকে দেখতে চায় সংগ্রামী অভিযাত্রী রূপে। Film Making নিয়ে যতই পড়ছি, ততই মুগ্ধ হচ্ছি। নিজের মত করে Film Making নিয়ে পড়াশুনা করছি এবং করে যাব।

বন্ধুরাই আমার জীবনের উৎসাহ এবং আনন্দের কেন্দ্রবিন্দু। অবসর সময় কাটে সিনেমা দেখে, গান শুনে, প্রিয় বন্ধুদের সাথে আড্ডা দিয়ে এবং কখনো কখনো নিতান্তই অলস দুপুর কাটিয়ে।

নীল আকাশ আনমনে দেখতে ভাল লাগে, ভালো লাগে অসীম সমুদ্র দেখতে। ইচ্ছে করে দূর আকাশে গাংচিলের মত উড়ে বেড়াতে। বিনাস্বার্থে মানুষের জন্য কিছু করতে পারলে খুব-ই ভাল লাগে।

প্রিয়ঃ সত্য ও সুন্দর

অপ্রিয়ঃ মিথ্যা ও প্রতারনা