freelancer millad
Doctor, Dancer, and Writer in USA
একটি কনটেন্ট এর মূল জিনিস টাই হচ্ছে টাইটেল। আপনার পোস্টটি কি বিষয়ের সেটা একটি টাইটেল এর মাধ্যমে আপনাকে বুঝাতে হবে।
অনেক সময় আমরা বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ করি কিন্তু সেই কিওয়ার্ডগুলো দিয়ে ভালো টাইটেল তৈরি করতে পারি না। যার ফলে কনটেন্ট যদিও ভালো থাকে কিন্তু ওই কনটেন্ট টি দেখতে সুন্দর লাগে না। কিংবা টাইটেলের পুরো কনসেপ্ট কন্টেন্ট এর সাথে মিল থাকে না।
তাই সর্বদা চেষ্টা করবেন একটি আকর্ষণীয় টাইটেল তৈরি করার জন্য। যেন ভিজিটর রা সার্চ পেজে আপনার টাইটেল দেখে আকর্ষিত হয়ে সাইটে প্রবেশ করে। এজন্য আপনি অনলাইনের বিভিন্ন রকমের টুলস রয়েছে সেগুলো ব্যবহার করে দেখতে পারেন।
আমার মতে, কন্টেন্টের টাইটেল হল সবচেয়ে গুরুত্বপূর্ণ অন-পেজ এসইও ফ্যাক্টর। কারণ কন্টেন্ট এর টাইটেল সার্চ ইঞ্জিন গুলিকে আপনার কন্টেন্ট এর বিষয়ে একটি উচ্চ-স্তরের ওভারভিউ দিয়ে থাকে।
আমার অভিজ্ঞতায়, নির্বাচিত কীওয়ার্ড টি টাইটেলে শুরুতে যত কাছাকাছি হবে, সার্চ ইঞ্জিনের সাথে এটির গুরুত্ব তত বেশি হবে।