Mushfiqur Rahman

Photographer, Chef, and Editor in New York, NY

View my photos

আমি মুশফিকুর রহমান । বেশির ভাগ মানুষ মুশফিক নামেই চিনে । জন্ম নিয়েছিলাম ১৯৮৮ সালে । মানুষ হয়ে জন্ম নিয়ে এখনো মানুষ হওয়া হলনা । নিজেকে এখন চিনিতে পারি নাই । বিশ্বাস আমার শক্তি আর ভালোবাসা আমার দুর্বলতা । ছোট থেকেই মনে অনেক স্বপ্ন নিয়ে বড় হয়েছি । তাই নিজেকে নিজে স্বপ্নবাজ এক যন্ত্রমানবী বলে আক্ষাহীত করি । আমার মস্তিষ্কটা চঞ্চল প্রকৃতির হলেও মানুষটা আমি ধীর-অচঞ্চল । আমি কথা বেশি ভলোবাসিনা । একা একা ঘুরতে পছন্দ করি । গান শুনতে , মুভি দেখতে ,ছবি তুলতে আর ঘুরতে ভালোবাসি । প্রকৃতির সবুজ এবং পাহাড়ের দৃঢ়তা আমাকে অসম্ভব টানে । অকৃতজ্ঞ এবং স্বার্থপর মানুষগুলোকে অনেক বশি অপছন্দ করি । আমার প্রিয় মানুষ আমার বাবা । নিজেকে নিয়ে কিছু বলার মত এখন হয়ে উঠতে পারি নাই । তাই এই পর্যন্তই আমার গল্পটা সমাপ্ত করলাম ।

  • Work
    • Mobile Banking
  • Education
    • Hotel Management